বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় সংখ্যা (আষাঢ়, ১৪৩০)

সম্পাদকীয়ঃ রাধাকৃষ্ণ গোস্বামী (রাধু)|

ভ্রমণঃ তপন কুমার কর|

গল্পঃ দেবাশিস মল্লিক| বিজন সাহা|

দীর্ঘ কবিতাঃ অনিরুদ্ধ সুব্রত|

কবিতাঃ অঙ্কন মাইতি|অনিন্দ্য গোস্বামী|অনুপম দাশশর্মা|অনুরাধা চৌধুরী|অরিন্দম মুখোপাধ্যায়|অরূপ গুছাইত| অক্ষয় কুমার বৈদ্য| তপজা মিত্র| দীপক মান্না| পার্থ রায়| মধুপর্ণা বসু|মন্দিরা ঘোষ| মলয় চৌধুরী|রহিত ঘোষাল| রাজেশ গঙ্গোপাধ্যায়| শ্রীময়ী চক্রবর্তী| সুশান্ত সেন| সোমা মুখোপাধ্যায়|সোমা সাহা|

কথামুখঃ

★ কোন লেখা প্রকাশিত হবে কিনা সে বিষয়ে সম্পাদকমণ্ডলী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
★ পিডিএফ পাঠাবেন না। হাতে লিখে ছবি পাঠালে তা গ্রহণ করা সম্ভব নয়। মেইল বডিতে টাইপ করে বিভাগ উল্লেখ করে লেখা পাঠাবেন। লেখার সঙ্গে উপযুক্ত ছবি পাঠালে বিবেচনার পর তা যুক্ত করা হবে।
★ আমন্ত্রিত লেখা ছাড়া, যাঁরা কবিতা লিখবেন, কমপক্ষে দুটো  কবিতা পাঠাতে হবে।
★ লেখা পছন্দ হলে দু’মাসের মধ্যে প্রকাশিত হবে নয়ত জানিয়ে দেওয়া হবে প্রকাশের সম্ভাব্য তারিখ।
★ অপ্রকাশিত মৌলিক লেখাই পত্রিকায় প্রকাশ যোগ্য বলে বিবেচিত হবে।
★ মার্জিত শব্দের ব্যবহার হতে হবে।
★ কোন রকম বৈষম্যকে সমর্থন করে লেখা অথবা ছবি গৃহীত হবে না।
★ লেখা পাঠানোর ঠিকানা abekshanpatrika@gmail.com

পত্রিকা পরিচিতিঃ
মূল প্রতিষ্ঠাতা, সভাপতি : রাধাকৃষ্ণ গোস্বামী(রাধু)
সম্পাদক : মন্দিরা গাঙ্গুলী
সহযোগিতায় : ভূমিকা গোস্বামী, অনিন্দ্য গোস্বামী, অনিরুদ্ধ সুব্রত।