জমি
তপজা মিত্র
জমিতে ঊরুভঙগ হয়ে দুর্যোধন
শুয়ে আছে, একসময় রাজা ছিল
আজ মুকুটহীন, সেনাহীন, নির্জন
মাটিতে মাটিতে পড়ে আছে লাশ
ভাইয়ের, মায়ের, বোনের, আত্মীয়ের
কেউ চেনা, কেউ অচেনা, নিঃসাড়
আকাশ জমিহীন, পায়রা উড়ছে শান্তির।
সাহিত্য শুধু চিত্ত বিনোদনের বিষয় নয় চিত্ত নির্মাণেরও বিষয়।
জমিতে ঊরুভঙগ হয়ে দুর্যোধন
শুয়ে আছে, একসময় রাজা ছিল
আজ মুকুটহীন, সেনাহীন, নির্জন
মাটিতে মাটিতে পড়ে আছে লাশ
ভাইয়ের, মায়ের, বোনের, আত্মীয়ের
কেউ চেনা, কেউ অচেনা, নিঃসাড়
আকাশ জমিহীন, পায়রা উড়ছে শান্তির।