যমুনার জল
অনুরাধা চৌধুরী
এবার আমি ঠিক করেছি…
যাবই আমি সুখের খোঁজে,
থলে ভর্তি তোমার চিঠি,
পুঁতে দেব গর্ত খুঁড়ে,
মাঝযমুনায় চড়া পড়ে!
প্রেমের বোঝা বিষম বোঝা
হৃদপিণ্ড কষ্ট পেলে,
চাবি পড়ে মনের ঘরে,
লোহার তৈরি বাসরঘরে
ফাঁকফোকরে সাপ ঢোকে।
লখিন্দর ঘুমিয়ে থাকুক
বিষ দংশাক বেহুলাকে,
লখিন্দরের কী দায় আছে!
বেহুলাকে জাগিয়ে তোলে?
চাঁদসদাগর উঁকি মারে।
আকাশ পথে ফেরেস্তারা
যখন আমার বদ্ধ ঘরে
ভালোবাসার আঁচড় মনে,
বিকিয়ে দিলাম সবকিছুই
নারীত্বেরই কম দামে!
বনমুরগীর ভোরের ডাক
তন্দ্রা নামে তোমার চোখে,
রাধার ভিতে যমুনা-মাটি
নীল শাড়িতে যবনিকা
আয়ান ঘোষের তৃপ্ত হাসি।