বাদল বেলায়
মলয় চৌধুরী
নদী যার আছে তার এক সুবিধা
ভেসে গেলেই হল !
এ মেঘের দিন বড়ো চেনা ,
চোখে মুখে সাদাকালো ছবি।
আঙ্গুল উঁচিয়ে বোল না – বয়স বাড়ছে ,
সাবধানি হও ।
নিজের জোয়ারে ভেসে
বাঁধা নৌকোর দড়ি টেনে রঙবাজী ।
কানে কানে ডাকবেই
পশ্চিমের জানালায় বৃষ্টির ছাট –
মনে রেখেছ ?
যে নদী বুকের উঠোনে-
কখনো কাউকে ঠিকানা দাওনি –
এবার ছেড়ে দাও ।
আড়মোড়া ভেঙে ইচ্ছের মিছিল ,
দুয়ারে কামধেনু মেঘ ।
চলো , কবিতার পংক্তিগুলো ভেঙে
সাজিয়ে দিই আশ্চর্য উপত্যকায়
বাদল বেলায় ।।
বাঃ।চমৎকার কবিতা।