ভরসা রেখো
অনিন্দ্য গোস্বামী
আঘাত আর ক্লান্তির ও বাটোয়ারা হয়
জানোনা তা, সেটা জানি।
বিস্মৃত নও, তবু স্মরণেও নই
তবুও চেয়েছো হাত, এই ঢের।
দূরে আছো তবু বলি
মনে রেখো কথা গুলি।
রোগের মতো নাছোড় যখন,
ব্যাথা তোমার সবটা জুড়ে,
ভরসা রেখো, তোমায় বুঝি
হাল্কা হোয়ো কান্না পেলে।
অপূর্ব…
মন ভরে গেল। ভরসা পেলাম।