মূল পত্রিকা একান্ন বর্ষ। অনলাইন দ্বিতীয় বর্ষ।

অবেক্ষণের গ্যালারি

ধারাবাহিক উপন্যাস

কবিতা

কথামুখ

অবেক্ষণ পত্রিকায় লেখা এবং ছবি পাঠানোর  নিয়ম-
★ কোন লেখা প্রকাশিত হবে কিনা, সে বিষয়ে অবেক্ষণ গোষ্ঠী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
★ পিডিএফ পাঠাবেন না। হাতে লিখে ছবি পাঠালে তা গ্রহণ করা সম্ভব নয়। মেইল বডিতে টাইপ করে বিভাগ উল্লেখ করে লেখা পাঠাবেন। লেখার সঙ্গে উপযুক্ত ছবি পাঠালে বিবেচনার পর তা যুক্ত করা হবে।
★ আমন্ত্রিত লেখা ছাড়া, যাঁরা কবিতা লিখবেন, কমপক্ষে দুটো  কবিতা পাঠাতে হবে।
★ লেখা পছন্দ হলে দু’মাসের মধ্যে প্রকাশিত হবে নয়ত জানিয়ে দেওয়া হবে প্রকাশের সম্ভাব্য তারিখ।
★ অপ্রকাশিত লেখাই পত্রিকায় প্রকাশ যোগ্য বলে বিবেচিত হবে।
★ মার্জিত শব্দের ব্যবহার হতে হবে।
★ কোন রকম বৈষম্যকে সমর্থন করে লেখা অথবা ছবি গৃহীত হবে না।
★ লেখা পাঠানোর ঠিকানা abekshanpatrika@gmail.com
পত্রিকা পরিচিতি
মূল প্রতিষ্ঠাতা, সম্পাদক : রাধাকৃষ্ণ গোস্বামী(রাধু)
অনলাইন সম্পাদক : মন্দিরা গাঙ্গুলী
 সহযোগিতায় : ভূমিকা গোস্বামী, অনিন্দ্য গোস্বামী, অনিরুদ্ধ সুব্রত।