অনামি সরণি
রিতা মিত্র
পেরিয়ে এলাম একটা প্যারাসিটামল রাত
কিছু ব্যাথারা এখনও যায়নি ছেড়ে
আমার নীল নিশানায় কারুর নামের উল্লেখ ছিলনা
তাই দু:চিন্তার কোনো কারণও নেই
আপাতত সব কেটে ছেঁটে নতুন ফর্দ তৈরি জীবনের
এবার দরজা পেরিয়ে একটি অনামি সরণির দিকে হেঁটে যাব।