এবং ইস্তেহার…
কমলিকা দত্ত
১.
অযথা রোদের মাথা ঘুরিও না অবেলায়…
প্রস্তাবিত আলোর, একাংশ বৈকালিক রাখার পর
আমরা ঠিকই করেছিলাম তাকাব না তার দিকে …
অতঃপর হেই সূর্য, নেই সূর্য… অহেতুক…
২.
যদাপি হাওয়ার আগে বা পরে
ঝুলিয়ে রাখার কথাও হয়নি বাদুড় তথাপি যুদ্ধশেষেও একটি উহ্য থেকে যায়…
৩.
শুনেছি… মেঘটি যুবতী। উড়ে গেছে তার সম্ভবনার পায়রা। ঠিক সেভাবেই, বিপিন সেনকে হারাতে হতোই ছাতা। এরূপ একটি জলজ ইস্তেহারের, দু’পিঠে দুখানি বিবৃতি ঝুলেছিলো…
মেঘেদের চেয়ে ভুলগুলি আরো জলজ…
হারানো দাঁতের… জটিল অসুখ হয় না…
৪.
ছাতাটি হারিয়ে যাওয়ার পর,প্রবল একটি সংশয় ছিলো বিপিনের। রোদ আর হাওয়া একসাথে এলে কার কাছে যাবে আগে? ভাবতে ভাবতে লিকার চা’য়ে সুগার ফ্রি দুটি বিস্কুট,টুপ ক’রে গেল ডুবে…
৫.
হারিয়ে ফেলা ও কুড়িয়ে পাওয়ার ভিতর হাতহীন এক অনুসন্ধান থাকে। প্রসঙগক্রমে… বৃষ্টি কখনো আমাদের হাতে ছিলো না।
৬.
মেঘ মুসাফির। এখন তীর্থে।
বায়লোজি জুড়ে চাতক…
৭.
রোদের হাল্কা গড়িয়ে যাওয়াটি… ভালো লেগেছিল বেশ।। সূর্যখোর দিনে, রোদচশমা নচেৎ জল চাওয়া দুটি চোখ… এই আপাতত টেনে নিয়ে যাবে আমাদের…
৮.
বটমলাইন হলো…
কেবল একটি মেয়াদ ফুরানো ছাতার মৃত্যু ছাড়া, আবেগে কখনো কাদার অভাব হয়নি।। আমাদের শুধু পূর্বাভাসটি প্রয়োজন…

