সাক্ষীগোপাল
তপজা মিত্র
সিংহদুয়ার খুললে সূর্যের আলো
হলুদ নাকছাবি, সোনালী হাওয়ার উঁকি,
পর্দা ওড়ে, ওড়ে অতীতও।
মাটি খুঁড়ে বের করি হিরের কলম
দেবতার মোহনভোগে গঙ্গার
তরঙ্গ লেগে জেগে ওঠে আলপনা
নলেন গুড়ের পায়েস হাতে
দরজায় দাঁড়ায় সাক্ষীগোপাল।