মন্দিরা গাঙ্গুলীর সদ্য প্রকাশিত অণুগল্পের ব ই – হৃদ মাঝারের পাঠ প্রতিক্রিয়া
ভূমিকা গোস্বামী

সদ্য প্রকাশিত মন্দিরা গাঙ্গুলীর অণু গল্পের বই “হৃদ মাঝারে” পেলাম। পঁচিশটি ছোট্ট ছোট্ট গল্প যেন এক একটি বৃহৎ জীবনের গল্প। মনের অলিগলিতে লেখিকার বিচরণ। তাতে উঠে এসেছে প্রেম বিরহ মিলন হাসি কান্না একাকীত্ব । লেখার মুন্সীয়ানায় পাঠককে নিয়ে যায় চরিত্রের লোকেশনে। তাদের হাসি কান্না দুষ্টুমির সাথে একাত্ম অনুভব করায়। সাক্ষী করিয়ে দেয়। আরো একটি বড় বিষয় হল গল্পের শেষে দারুণ চমক। যা কিনা ও হেনরির লেখায় আমরা দেখতে পাই। কোন গল্পের উল্লেখ করছি না। কারণ আমি চাই এই অনুভূতি পাঠক নিজেই আস্বাদন করুন। প্রতিটি গল্পের নাম ও যথাযথ।
এবার আসি বইটির বহিরাঙ্গ বিষয়ে। প্রচ্ছদ থেকে রং নির্বাচন সব ক্ষেত্রে প্রকাশকের রুচির ছাপ স্পষ্ট।
হৃদ মাঝারে
প্রকাশকঃ সুতরাং
প্রচ্ছদঃ দেবারঘ সেন