এমন সময় পত্রিকা প্রকাশিত হচ্ছে যখন সাহিত্যপ্রেমী সকলের মন বইমেলার দিকে। সল্টলেকের করুণাময়ীতে চলছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছে এখানে। বছরভর অপেক্ষায় থাকা প্রকাশকের এখন দম ফেলার ফুরসৎ নেই। সদ্য প্রকাশিত প্রথম বই নিয়ে তরুণ কবির স্বপ্নমেলা যেন। লিটিল ম্যাগাজিন গুলোর ছোট্ট ডানা মেলে মুক্ত আকাশে একটু ওড়াউড়ি যেন। চেনা, অল্প চেনা, শোনা শোনা নামের লেখকের সঙ্গে অন্য লেখক, কবি এবং পাঠকের আলাপ, ভাব বিনিময় বইমেলার অন্যতম আকর্ষণ। অনেকের কাছেই বইমেলা তাই ভালোবাসার নাম, আবেগের নাম। সেই ভালোবাসার জ্বরে আক্রান্ত আমরা, আমাদের প্রিয় লেখক এবং পাঠকেরাও। তার মধ্যেই কাগজ কালি ছাড়াই আলোয় এলো অবেক্ষণ পত্রিকার মাঘ মাসের বিশেষ সংখ্যা ‘ কবি মাইকেল মধুসূদন দত্ত সংখ্যা ‘। কবির দ্বিশত জন্মদিন মনে রেখে অবেক্ষণ পত্রিকার শ্রদ্ধা স্বরূপ এই সংখ্যা। কবি মধুসূদন দত্তকে নিয়ে এই সংখ্যায় পাবেন একটি প্রবন্ধ। আমাদের পত্রিকায় যাঁরা নিয়মিত লেখেন নিজস্বতায়, সাহিত্য গুণে তাঁদের সকলেই লেখার জগতে নিজের নিজের জায়গা করে নিয়েছেন অথবা বলিষ্ঠ ভাবে করতে চলেছেন। তাঁদের কয়েকজনের বইমেলায় প্রকাশিত বইয়ের খবরাখবর থাকল। আগ্রহী পাঠক সংগ্রহ করতে পারবেন।
যাঁরা অবেক্ষণ পত্রিকায় লেখা পাঠাতে চান, অনুরোধ করব আগে পত্রিকা পড়ুন। কোন পত্রিকায় লেখার আগে সেই পত্রিকা পড়া জরুরি। অপ্রকাশিত, মৌলিক লেখাই পত্রিকায় পাঠাবেন। লেখা পাঠিয়ে অপেক্ষা করুন। লেখা বাতিল হলে জানানো হয় না। দুমাস পর আপনি অন্যত্র লেখাটি প্রকাশ করতে পারেন। কোনরকম অনুরোধ, চেনা মুখ পত্রিকায় প্রকাশের মনোনয়নে কাজে আসে না। উন্নত মানের সাহিত্যই একমাত্র গ্রহণযোগ্য হয়।
অবেক্ষণ পত্রিকা নিজেরা পড়ুন এবং অন্যদের পড়াতে শেয়ার করুন। আর লিঙ্ক ছুঁয়ে পড়ে সেখানেই মন্তব্য করতে অনুরোধ করব। আপনার এটুকু ধৈর্যই অনলাইন সাহিত্য পত্রিকা দাবী করে।
কেমন লাগলো এই সংখ্যা আমাদের জানান। সকলে ভালো থাকুন। ভালোবেসে লিখুন, ভালোবেসে পড়ুন। ধন্যবাদ।
সুন্দর সম্পাদকীয়তে পেলাম অনেক মনের কথা, ভালো লাগার কথা।
ধন্যবাদ