কবিতাঃ ভেড়া – প্রভঞ্জন ঘোষ

ভেড়া
প্রভঞ্জন ঘোষ

ভেড়ার মতো ঘুরিফিরি
ভাতগুলোকে মনে হয় সজনে ফুল
লাবড়াকে মনে হয় তৃণ,
অলিগলি ফিরি
কন্ঠস্বর ভ্যা-ভ্যা ঠেকে কানে
তিড়িং লাফ দি-ই
মাটিকে মনে হয় স্বর্গীয় ভুমি!
ভেড়ার মতো ঘুরিফিরি
চক্ষুযুগল সম্মুখে স্থির,
টিলা ডিঙোই, অজস্র খাদ-
জটগুলোকে হস্ত ভ্রম হয়;
হাতদুটি খুঁজি
রোদ্দুরেই জিরিয়ে নি-ই শরীর।
ভেড়ার মতো ঘুরিফিরি
হাত দুটি খুঁজি
কোথায় যেন
সদাপ্রভুর পাশে দেখেছি তাই-
যীশুর হাতে মেষের ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *