খয়রাতি
রাজেশ গঙ্গোপাধ্যায়
বুঝিনি এ কাম্য ছিল
বিলিয়ে দেওয়ার খোলসে অসম্পূর্ণ শীতঘুমে ঋতুর বিষাদ লিখিত
নিরক্ষর সময়ের অবিরাম ছলাৎ ছল অবোধ রক্তবাহে ভাসিয়ে দিয়েছে
যাবতীয় উপাদান, যা দিয়ে সরীসৃপ অবতার থেকে অপসরণের আদলে
স্পৃহার কুহক
নিয়ে চলে গেছে সব –
যাকিছু স্থবির ব’লে ভেবে রাখা ছিল।
তবুও দু মুঠিতে ভরে আছে অনশ্বর সঞ্চয়ের ঋণ!