একটা ছবি এঁকে ফেলো
গৌতম কুমার গুপ্ত
একটা ছবি এঁকে ফেলো জ্যোৎস্নার
একটা ছবি এঁকে ফেলো উজ্জ্বল উদ্ভাসের
একটা ছবি এঁকে ফেলো মুগ্ধ পলকের
শ্রুত অথবা অশ্রুত হোক
তাজমহলের ধার ঘেঁসে বয়ে
গেছে যমুনার যে নীল ঢেউ গুলি
খ্যাতনামা হোক প্রশস্ত মেঘের ইশারায়
ইজেলে ভেসে উঠুক মোনালিসার একবিন্দু
লিউনার্দো দ্য ভিঞ্চি কিংবা মাইকেল আ্যাঞ্জেলোর
সশস্ত্র তুলিকায় হোক সচ্ছল ক্যানভাস কিংবা
গণেশ পাইন মকবুল ফিদা হুসেনের তুরপুণে
আনন্দ সমাগমে চুম্বন ছড়িয়ে পড়ুক
শ্বেতশুভ্র মার্বেলে কিংবা মেরুন মোজাইকে
আজ হৃদয় অভিষিক্ত হবে বলে
নাইটিঙ্গেল বসেছে ডালে
বলে গেছে কথাকলি ম্যাকাও ময়না
আমরাও নীল হয়ে গেছি আকাশের রঙে
একটা ছবি এঁকে ফেলো অন্ধকারের
যেখানে আলোর প্রকাশে ফুটে ওঠে মুর্চ্ছনা
যেখানে সব হাসি ফুটে ওঠে পরাহত অন্ধকারে
পৃথিবীর মানুষের কান্নার নিঃশেষে
একটা ছবি এঁকে ফেলো……….