ছোটগল্পঃ মুক্তি কোথায় – ভূমিকা গোস্বামী

মুক্তি কোথায়
ভূমিকা গোস্বামী

জ্ঞান হবার পর থেকে সব সময় মনে হয়েছে পিছনে যেন ষাঁড় তাড়া করছে।  তিন বছর বয়সে প্লে স্কুলে ভর্তি করেছিলেন মা। সকাল সাতটায়  গলি থেকে বড় রাস্তায় এসে  স্কুলের গাড়ি ধরা– রোজ একটা  চ্যালেঞ্জ।  মা ওকে রেডি করতে করতে মুখটাও চলতো অবিরাম ―তাড়াতাড়ি  ইউনিফর্ম পরো পর্ণা। দেরি হয়ে যাচ্ছে। আহা, জুতোটা উল্টো  পরছো, ঠিক করে পরো। আজ ঠিক বাস মিস হবে। 

এই এক কথাগুলো রোজ বলতে বলতে মা ক্লান্ত  হতো না। পর্ণা বিরক্ত হতো। সকাল সকাল অনিচ্ছায় ঘুমঘুম চোখে বিছানা ত্যাগ করে ধরাচূড়া পরে ঢাউস ব্যাগ, জলের বোতল, ডবল টিফিন, ঘাড়ে করে বাস ধরতে ক্লান্ত লাগতো খু-ব। 

সেই শুরু। বাস মিস করার ভীতি এখনও তাড়া করে ওকে ― ইউনিভার্সিটি ,  কর্মজীবন , সংসার , সন্তান  সবক্ষেত্রে।   

একসাথেই  চাকরি পেয়েছিল ও আর পৃথ্বীশ।  ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায়। দুজনের চরিত্র কিছুটা ইনট্রোভাট। দুজনেই সঙ্গীত প্রেমী। পৃথ্বীশ ইংরেজীর ছাত্র । পর্ণা অংকের।দুবছর পর  ও আর পৃথ্বীশ বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল।  আরও পাঁচ বছর পর এল বিট্টল। 

লক্ষ্য করলো , পর্ণা ঠিক  ওর মায়ের মতই  অবিরাম সেই এক কথা বিট্টলকে বলে চলেছে।  কেবল স্থান কাল পাত্র বদলে গেছে  ।  

ঘড়ির কাঁটার সঙ্গে তাল মেলাতে গিয়ে নাজেহাল অবস্থা।বাল্য কৈশোর  কাটিয়ে যৌবনে পা দিয়ে  মনে হত একটা নয় একশো টা ষাঁড় যেন তাড়া করছে অবিরত।

ছুটির দিনগুলোতেও কি রেহাই আছে! বাড়ির জমে থাকা  পেপার ওয়ার্ক  , ডাস্টিং করতে গিয়ে কখন দুপুর গড়িয়ে যেত । তড়িঘড়ি হাতের কাজ গুছিয়ে  স্নান খাওয়া করতে করতে বিকেল। 

কতদিনের স্বপ্ন ওর  – তাড়া হীন জীবন ভোগ করবে।  সকালে এলার্মে নয় , যখন জাগবে তখন  উঠবে।  স্বাধীন ভাবে  জীবন কাটাবে। 

মাস ছয়েক আগে অফিসের ফেয়ারওয়েল নিয়েছে ও আর পৃথ্বীশ। বিট্টল ইঞ্জিনিয়ারিং পাশ করে  মুম্বাইয়ে পোস্টিং। বছর খানেক আগে নিজেই বিয়েটা করে নিয়েছে রেজিস্ট্রি করে । পর্ণা  আর পৃথ্বীশ কোন আপত্তি করে নি।

দায়হীন  দায়িত্বহীন। একেবারে মুক্ত এখন ওরা। আঃ কী স্বাধীনতা ! কয়েকটা দিন বেশ আয়েশ করে কাটালো। ঘড়ির দিকে না তাকিয়ে অনেক রাত পর্যন্ত সিনেমা দেখে , বেলা পর্যন্ত ঘুমিয়ে,  এদিক ওদিক বেড়িয়ে ভালই কাটল। দার্জিলিং পুরী দীঘাও ঘোরা হল। 

আজ সকাল আটটায় ঘুম ভেঙ্গে গেল পর্ণার। ও উঠে বাইরের গেটের তালা খুলতে খুলতে দিনুর মা এসে গেল কাজ করতে। ডিসেম্বরের সকালের মিস্টি রোদে পর্ণা ওর বাগানটা ঘুরে ঘুরে দেখছে। বেশ লাগছে। পিটুনিয়া গুলো ফুলে ফুলে ভরে গেছে। চন্দ্রমল্লিকাতেও কুঁড়ি এসেছে। এমন সময়  নয়নের ডাকে গেটের সামনে এল। 

― কাকিমা, আমরা ক্লাবের ঘরে একটি প্রাইমারি ইংলিশ মিডিয়াম  স্কুল করবো ভেবেছি।  কম খরচে বাচ্চারা যাতে পড়তে পারে।আমাদের পাড়ার শিক্ষিত রিটায়ার্ড পার্সনদের নিয়ে এই জানুয়ারিতেই  শুরু  হবে। আপনি অঙ্কে অনার্স আর কাকুতো ইংরেজিতে, তাই না ? আমরা ঠিক করেছি আপনি অংক পড়াবেন আর কাকু ইংরেজী। না বলতে পারবেন না।আপনাদের সহযোগিতা ছাড়া হবে না কিন্তু।  আমরা এগারোটার সময় কাকুর কাছে এসে কথা বলে নেব।চায়ের কাপ নিয়ে পৃথ্বীশকে খবরটা দিল।পৃথ্বীশ খুশি। বেনিয়মের স্বাধীনতা আর ভাল লাগছে না ওর।পর্ণার মনের মধ্যে যেন হাজার বাতির আলো।

4 thoughts on “ছোটগল্পঃ মুক্তি কোথায় – ভূমিকা গোস্বামী

  1. Excellent portrayal of reality in life.
    Like History, All events repeat generation after generation without any change . The only change is that it changes it’s form and process of implementation . And that is life.
    Sentiment makes a person perform his / her duties.
    This sentiment transforms itself in different ways – Duty towards parents, Brothers, Sisters, relatives, wife , children, society ( very rarely for self)
    During ‘ Garhasta’ ( Grishsta) part of life, we all become busy in earning and maintaining the tradition, standard frame work of our ( respective) societies .
    ‘ Garhasta ‘ , the most imp time frame of life , builds, developes the society individually and collectively and maintains the stream of inevitable change /s (development) generation after generation.
    This Change , the ‘ Generation Gap’, is the most wonderful happening , the creator has gifted the mankind, which is inevitable , changes & developes the society , without which there would be no quest for gaining knowledge , there would be no development, life would become colorless, squalid.
    This development ( Generation gap) is also merciless in nature. It does not allow any one to rest unless he/she has worked hard to exist for every day self sustenance and for rest of one’s family.
    It very cleverly follows an unending ‘carrot & stick’ policy with each and every one , ( calibrated differently for different person/s) , paints a brighter uncertain tomorrow and unrelenlessly prods every one , with stick of hard work to achieve it.
    It maintains the picture of a brighter tomorrow like an never achieving , ever receding ‘ Mirage’.
    It makes every one ( all creations of nature) toil harder and hader, till the end of one’s life period of’ ‘Grihasta’ part, when the next generation takes over to relieve .
    This inevitable, relentless struggle by every individual( with few exceptions) for every day existence, throught , mostly ( with few exceptions ) does not allow any one to enjoy a much desired leisurely life during one’s ‘ Grihasta’part ( Working life). However much one plans, desires, it mostly does not happen during working life.
    It is only after the next Gen has taken over the acts of ‘Grihasta ‘ life, ( when one retires from work life) , one gets time and opportunity (ies) to breath easier , lead a leisurely life , in search of which he/ she had been aspiring throughout the working life.
    One starts enjoying life mostly ( except some lucky few) after retirement for which one had been toiling.
    But ‘ Change is the rule of nature’, and after a certain period of enjoying the much coveted ‘ Leisurely- Go as you like’ life, – human beings feel well rested , well-enjoyed, again desires some active engagement/s in life to neutralize the sense of repeatative leisurely life( we may call it boredom) and quite a few get actively engaged too.
    This complex cycle of human life, has been excellently described , painted , in a lucid, very simple way so efficiently with ease by you in this short story- ‘ A portrayal of human life in reality’
    My sincere appreciation and congratulations to you .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *