পৃথিবীর শেষ ঠিকানা
বারিদ বরন গুপ্ত
পৃথিবী তার জটিল অংকটা রেখে গেছে,
বারে বারে ভুল পথ ধরি
ঠিকানাটা কোথায় ?
উত্তর নেই!
পাতার পর পাতা ফুরিয়ে যায়
হাজার পথ পেরিয়ে যাই
আঁধার জড়িয়ে
ঠিকানাটা ঠিক খুঁজে পাই!
দেখি দরজাটা খোলা আছে
আলোয় ভরে আছে শেষ আশ্রয়,
অংকটা মিলে গেছে
পৃথিবীর শেষ ঠিকানায়!