অতিপ্রাকৃত গ্রাম
রহিত ঘোষাল
এক জীবনকাল আগে আমাদের পরিচয়।
এক সারিতে দাঁড়িয়ে আছি,আমরা পুরাতন হতে থাকা আবদার,
দৌড়ঝাঁপ পাঁচ মিনিটে প্রলম্বিত হয়,
আমরা হতে থাকি অতিপ্রাকৃতিক,
ঘষা জুতোর চামড়া খসে পড়ে,
জুতোদের পর্দা করা উচিত।
রেস্তোরাঁর বাতির অসীমতা,
বনানী সংলগ্ন রাস্তা অস্পষ্ট,
হাওর থেকে গয়না এনেছি আমি,
তুমি আর রোদ দেখি ঘুমোচ্ছো
আলিঙ্গনে।
সুমধুর নির্যাতন,নদী খাড়িতে কৌতুহল।
অনাবৃত পেঁয়াজ আলোড়নে অশ্রু হতে চায়।
আমি ফিরে আসি আমাদের কালামাঝি গ্রামে।।