নেপথ্য কথন
দীপঙ্কর সরকার
আবহ সঙ্গীতে ছিলে তুমি কণ্ঠে নয় লিপ দিয়ে
গেছ , প্রকাশ্যে এসেছ মঞ্চময় খবরের শিরোনামে তুমি , পাতায় পাতায় তোমার ফটোকপি ।
মাইক্রোফোন হাতে কাট আউট সব মারকাটারি
ধন্য ধন্য করল লোকে , দিকে দিকে বার্তা গেল রটি
জনপদে খুশির হাওয়া ।
তথাপি গোপনে ফিসফাস কিছু পরশ্রীকাতরতা
আসলে এমনই হয় এ জগৎ রঙ্গমঞ্চ এক বৃহৎ নাট্যশালা , যে যার মতো করে অভিনয় ।