কবিতাঃ অম্ল প্রবাদ – গৌতম কুমার গুপ্ত

অম্ল প্রবাদ
গৌতম কুমার গুপ্ত

লালায়িত নই তবু বৃক্ষসাধ ছিল
দ্রাক্ষাফলের নৈকট্যে গমনাগমন
প্রাচীরের কাছে নীলবর্ণ শৃগাল এক
চেয়েছিল উচ্চবর্গ সীমানার পাশে

আরো কেউ খেয়েছিল সবর্ণ ফলাফল
ডালপালার স্পর্শ ছিল নাগালে
কিছুটা আড়ালে আবিলে
কাবিলে নয়
দু একটি মইয়ের ক্লীবজ ছোঁয়ায়

আহত রক্তাক্ত ফেরত এসেছি দ্যাখো
ছিন্ন আচ্ছাদনে
দু হাতে নখরের ছেঁড়

পশ্চাতে
অম্ল দ্রাক্ষার প্রবাদ ছুঁড়েছিল কেউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *