বাঘটি নরখাদক ছিল
দীপক বন্দ্যোপাধ্যায়
গতকাল রাতে নিজের হাতে একটা বাঘকে মেরেছি
বাঘটি নরখাদক ছিল
আঁচড়ে কামড়ে ছিন্নভিন্ন করে দিচ্ছিল চেতনা
এর আগে কোনদিনও হাতে বন্দুক তুলিনি
সজ্ঞানে একটা পিঁপড়েও মারেনি
ভয়কে সাথে নিয়েই বেঁচে ছিলাম
এরপরেও জানি পশুপ্রেমীরা রে রে করে উঠবে
থানায় আমার নামে এফ আই আর হবে
নরখাদকের সমর্থনে দিকে দিকে মিছিল হবে
গতকাল রাতে নিজের হাতে একটা বাঘকে মেরেছি
বাঘটি নরখাদক ছিল
বিভৎস হুঙ্কারে ঝলেসে দিচ্ছিল দিনযাপন
নরখাদকের থাবার নিচে ভাঙ্গছিল মেরুদণ্ড
কোথাও কোন প্রতিরোধ ছিলনা
দ্রুত বারছিল জঙ্গলের রাজত্ব…..
শেষমেশ গতকাল মাঝরাতে নিজের হাতে গুলি চালিয়ে
সেই বাঘকে হত্যা করলাম
জাতীয় পশু হলেও বাঘটি নরখাদক ছিল