ঐকান্তিক
প্রভঞ্জন ঘোষ
একটি ধূলিকণা
ফিরিয়ে নিয়ে এলো
মনের সমস্ত বাসনা।
একটি ছোটো তারা
ফিরিয়ে নিয়ে এলো
হাজার দিনের স্মৃতিধারা।
একটুকরো রোঁয়া
ভরিয়ে দিলো ঐকান্তিক
সময় স্রোতের ছায়া!
একটি বেলের কুঁড়ি
জীবন দিলো বেঁধে-বেঁধে
হৃদয় জুড়ি’-জুড়ি’।
এক ঘূর্ণি হাওয়া
ফিরিয়ে দিলো সমান্তরাল
সব চক্ষু-চাওয়া।
এক উপমায় দিবস-নিশায়
আলোয়-কালোয় মিলে
দাগ দিয়ে যাও লক্ষ-কোটির
প্রনম্রতা তুলে।