প্রতীক্ষা
মৌমিতা চ্যাটার্জ্জী
অভিমানী নদীর নিভৃত বেদনার কথা,
শূন্য উদাস অনন্ত আকাশপথ,
শেষ রোদের দগ্ধ অন্তর্লীন ক্ষত,
অদৃশ্য বিচ্ছেদযন্ত্রনার শেষে হয়ত লুক্কায়িত সবুজের আঘ্রাণ।
কত অক্ষয় বসন্ত যাবে,
পাড়ি দেবে, পাহাড়ী নীহারিকা মাখা নরম রোদেরা, অনাবৃত মেঘেদের বৃষ্টিঝরা আদর,চন্দ্রভুক কালান্তক অমানিশা।
রয়ে যাবে,
শুধু অশ্রুগ্রন্থিতে,
কিছু অনিশ্চিত,নিরন্তর প্রতীক্ষারত বিলাপী মালকোষের বিরহবেদনা।