অন্বেষণ
দীপঙ্কর সরকার
বিপ্রতীপে দাঁড়িয়ে একা সাফল্যের উৎস খুঁজি
কোথায় পালক গোঁজা । কোন আকাশে মেঘের
উড়ান , প্রজাপতির ডানা । রামধনু রং ছড়িয়ে
ইতস্তত । হাসছে কারা হা হা হি হি বাতাস ফুঁড়ে
উড়ছে ধূলিকণা । এমন সোহাগ কেউ দেখেনি
বিশ্ব চরাচর । ফুলে ফুলে এমন দোলা যেন মধু
মাখা , বিপ্রতীপে দাঁড়িয়ে একা আমার এই সাফ –
ল্যের উৎস খোঁজা ।