তাসের আগুন
চিত্রাভানু সেনগুপ্ত
স্বপ্নে ঘেরা ছোট্ট তাসের ঘর
সব ভুলে খেলারঙ সাজিয়েছে
হরতন বাদশাবেগম, যে চিহ্নে প্রেমের বসবাস
অন্য হাতে রুইতনের রাজায়-রাণীতে
লক্ষ্মীর আসনে লক্ষ্য ধনলাভ
গোলামের ছবিতে ভর দিয়ে মায়ার জমিন
এরই নাম সং-সার, বিশ্বাস থাক বা না-থাক
টেক্কা দেওয়া ছাদখানা ভারি প্রয়োজন
আত্মমর্যাদার বলি চড়ুক, চুপচাপ
আর যা কিছু খুঁটিনাটি, বিপদ-আপদ,ঝড়
দেখে নেবে ইস্কাবনের বিবি,
গোলামকে নিয়ে, দর্শক সাক্ষী রেখে
আগুনের ছোঁয়া ছিল ঘরের বাঁধনে
ধিকিধিকি জ্বলেছে ,জীবন জড়িয়েছে
আঙুল জড়ায়নি মনে কোনদিন ভুল করে
এক গোপন দীর্ঘশ্বাসের দমকা হাওয়ায়
এলোমেলো ছড়িয়েছে বাদশার তখ্ত
রাণীর হীরের নথ, গোলামের পায়ের তলার মাটি
এখন শুধু চলছে লুকোচুরি খেলা
দুয়ারে দাঁড়িয়ে কতো রঙ, হাসছে ভারি
খেলা চলছে চলুক, চলুক এই নিত্য বিনির্মাণ
স্বপ্ন ঘেরা ছোট্ট তাসের ঘর ।
মাথা ঠোকাঠুকি তবু হরতনের বাদসাবেগম মিলে
নিয়মে বেঁধেছে প্রেমের ছাপ, তাদের রাঙানো খেলাঘরে
গোলামের পিঠে ভর দিয়ে লতপতে পায়ের জমিন।
অন্য এক ঘরে রাজায়-রাণীতে রইতন
পেতেছে লক্ষীর আসন ধনলাভের আশায়।
এর নাম সং-সার, বিশ্বাস থাক না-থাক,
আত্মমর্জাদার বলি চড়ুক রোজ চুপেচাপে সে-ঘরে প্রেমের বাস থাক চিহ্ন হয়ে,
টেক্কা দেওয়া ছাদখানা ভারি প্রয়োজন ।
আর যা কিছু আছে খুঁটিনাটি, বিপদ-আপদ,ঝড়
পরিপাটি সামাল রবে ইস্কাবনের বিবি,
গোলাম নিয়ে, দর্শক সাক্ষী রেখে।
আগুনের ছোঁয়া ছিল ঘরের বাঁধনে
ধিকিধিকি জ্বলেছে ,জীবন জড়িয়েছে
আঙুল জড়ায়নি মনে ভুল করেও।
এক গোপন দীর্ঘশ্বাসের দমকা হাওয়ায়
এলোমেলো ছড়িয়েছে
বাদশার তখ্ত, রাণীর হীরের নথ,
গোলামের পায়ের তলার মাটি
এখন শুধু চলছে লুকোচুরি খেলা
দুয়ারে দাঁড়িয়ে কতো রঙ, হাসছে ভারি
খেলা চলছে চলুক, চলুক নিত্য বিনির্মাণ
সুন্দর লেখা
খুব সুন্দর
ধন্যবাদ
ধন্যবাদ শুভেচ্ছা