ডাকবাক্স
মধুপর্ণা বসু
পাতার সাথে, শেকড়ের পত্রালীতে আমি সালোকে দূতী হলাম,
এ এক রোমাঞ্চ বুঝি!
অপর্ণা নামে যে মেয়েটি মাটির গন্ধ নিয়ে
আলগোছে এক মহার্ঘ্য শব্দ রেখেছিল,
প্রেম…
সেই হাওয়া নিভে যাওয়া শেষ হেমন্তের
থমথমে রাতে, ছুঁয়ে গেছিল কোন আগন্তুক।
তারপর চৈতঝুরি মেঘে সে খুঁজেছিল
বাঁশীর বাদককে, যেন কোন গত জন্মের
স্বপ্নের মতো..
দীঘল সবুজ চোখের পাতায় ঘনিয়েছিল
দূতীর আসন্ন সুদুর কারাবাসের অশনিসংকেত।
ছুটে এসে দীর্ঘ উপোষী ক্ষীণকায়া মেয়ে রাতের শেষে তুলে নিয়ে গেল, তার বহু অপেক্ষার পরাজয়ে চির অদেখার অভিজ্ঞান –
অসহ্য অপ্রাপ্তির যন্ত্রণায় নিরাময় দিয়ে গেছে একমাত্র পত্রালী!
ডাকবাক্সে ঘন সবুজ জড়িয়ে ঘনিয়ে উঠেছে অনবদ্য প্রেমের বিরহ কাব্য।