আনন্দ
কাজল রায়
পায়ে পায়ে আনন্দ
চিকচিকে সী-বিচের উপর অবিকল হেঁটে আসছে ঢেউ
শ্রীচরণ ছুঁয়ে দিলে কেমন যেন আত্মপ্রচার মনে হয়
ঢেউ তো জীবনেরই অঙ্গ চোরা বালি
কখনো কখনো ডুবেছি অতল গহ্বরে
চোখে মুখে তির্যক বালির কণা এসে অশ্রু ঝরায়
কে আমায় বাঁচাবে এ কথা ভাবিনি কোনদিন
ঢেউ থেকে বেঁচে উঠে ভেসে যাই আরেক ঢেউয়ের বুকে
পায়ে পায়ে আনন্দ বলতেই
আমার পাশ দিয়ে হেঁটে গেলেন দূরের ঝাউবনে আরণ্যক বিভূতিভূষণ