হে যাতনা, মধুময়
অনুপম দাশশর্মা
কত অপচয় শিরোনাম ছাড়াই
একেবেঁকে ছড়িয়ে যায়
অবুঝ শিশুর মত তাকিয়ে থাকি
কান পেতে শুনি শাঁখের আওয়াজ
শিকড় ছেড়ে চলে গেছে যে-সব সম্পর্ক
তার ছায়া ছড়িয়ে যাচ্ছে দিবাসনে
তুই হোক কী তুমি সফেদ মন কার বোঝে
শুধু ভাবগম্ভীর অন্তর্যামী
ভিক্ষার পাত্র নিয়ে বসি সন্ধের ঘাটে
উপরে বৃষ্টিক্লান্ত আকাশ
ঝুলি ফাঁকা দেখে করুণা জানায়
শান্ত বৃক্ষলতারা। ধ্বনি ভাসে বাতাসে।