কবিতাঃ আবহমান – পৃথ্বীশ দত্ত

আবহমান
পৃথ্বীশ দত্ত

যতই প্রেমিক আমি গোপনে মুছে ফেলি–
প্রণয়ের দাগ
স্নান সিক্ত দেহময় শুপ্ত রেখেছি প্রয়াগ,

সায়াহ্নে হয়েছে জমা নিজেরই অজান্তে কত
নিজেরই গুপ্ত ইতিহাস !
ইতিহাসও অপরিচর্যায় থেকে থেকে
সময়ের গহ্বরে অকাল প্রয়াণে সমর্পিত হয় !

আমি তো নিতান্ত এক গণতান্ত্রিক দাস,
তবু জেনে গেছি আমি–
বেদনাই মানুষের পরম ঐশ্বর্য,
পৃথিবীতে প্রেমই সব চেয়ে দামী
তাই প্রণয়-ভাইরাস রেখে যাবো প্রজন্মের শিরায় শিরায় !
এ আমার শেষতম অভিসন্ধি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *