শারদীয় উৎসব
তাহমিনা কোরাইশী
শিউলী ফুলে ভরে থাকা উঠোন পেরিয়ে
ঐ দূর কাশফুল নদীকূল শরতের মধুমাখা হাওয়া
যুঁই চামেলী বেলী হাসনাহেনা দোলনচাঁপার
মউ মউ ঘ্রাণ স্নিগ্ধ ময়াময় আমেজ
ঘাসের ডগায় শিশির নাকফুল মুক্তোদানায়
চারিদিকে ঢাক-ঢোল কাঁসর ঘন্টাধ্বনি
মন্ডপে মন্ডপে শেষ মূহুর্তের বর্ণিলছটা
আশ্বিণের শুক্লা ষষ্ঠী মহা আয়োজন
মা দুর্গার আগমনী বর্তায় মন চনমন…
শরতের আকাশ জুড়ে শাদা মেঘেদের চিত্রকর্ম প্রদর্শন।
মন্ডপ আজ আলো ঝলমল রূপে অপরূপ এক উপবন
সাজানো রয়েছে বেল পাতা ফুল, দই চিড়ে খই নাড়ু
মিষ্টান্ন ফল ফলাদির সম্ভার
ধুপ-ধুনো মন্ত্রপাঠ ভক্তি ভজনে মগ্ন উলধ্বনি
প্রার্থনায় আবিষ্ট পুরোহিত
এই তো সবে মহালয়া শেষে,
কোজাগরি পর্ণিমা তিথি
মহিষাসুর অসুর বধে দেবী দুর্গা দুর্গতিনাশিনী তুমি
দশভূজায় কল্যাণময়ী
উতল আশ্বিণে শরতের হাওয়ায় আনন্দধ্বনি
দশমীর সমাপনে ভক্তকুলের কান্নায়
জলের গহীনে তোমার বিসর্জন
জানি তো,এজল যদিও বেদনায় উৎসারিত
এরই মাঝে জড়িয়ে আছে কী
আগমনী আনন্দ বর্তার ধ্বনি!