পথের গন্তব্য
কাজী লাবণ্য
আকাশে মেঘের পাঁচালী দেখে, মনে হতে থাকে
ভালবাসার যে কত রঙ, আমি বুঝি দেখতে পাই,
অদ্ভুত জীবনের
ছায়াপথ ঘিরে যে অতৃপ্ত মেঘ
ফেলে আছে ছায়া, পাহাড়ের গায়ে
যে মাদুলির স্পর্শ দিয়ে তুমি
রেখেছো আমাকে স্তব্ধ করে
পরম নির্ভরতায় কোথায় কোথায়, যেতে পারি
সন্ধানে তোমার!
পরবাসী তুমি তো ভীষণ জানো
বুকের স্পন্দনে তোমার ছায়া ঘিরে
যে অমর কবিতা প্রতিদিন জন্ম নিতে থাকে
তার কতখানি ছুঁয়ে যেতে পারে
তোমার মন আর অচেনা
কিংখাপে মোড়া বিষণ্ণ শরীর
জীবন কী চায়, তুমি জান না, আমিও না
এমন অনুভবের দোলাচলে, প্রতিদিন ভেবে ভেবে ব্যথা পাওয়া
বিষন্ন সন্যাসী, বোম ভোলানাথ বলে চিৎকার করে গেল শুধু
অর্জনের খাতা খুলে দেখ, নেই কিছুই নেই।