কবিতাঃ অধরা – রিজিয়া বেগম (বাংলাদেশ)

অধরা
রিজিয়া বেগম

কারো কারো আকাশ সমান স্বপ্ন বুনতে বুনতে
এক জীবন নিঃশেষ হয়ে যায়।
কারো কারো কেবল এক মুঠো স্বপ্ন নিয়ে
এক জীবন পার হয়ে যায়।
অধরা স্বপ্ন ধরায় আসলেই যেন চাওয়ার আকাঙ্খাগুলো আবেগ শূন্য হয়ে
নীলিমায় বিলীন হয়।
তখন স্বপ্নহীন চোখ নিস্প্রভ হয়।
নিস্তব্ধ হৃদয় পরে থাকে ;
ধূ ধূ বিরান ভুমির সীমায়।
তারচেয়ে বরং স্বপ্নগুলো স্বপ্নেই থাকুক।
আকাঙ্খার ব্যাপ্তি হৃদয়জুড়ে অনুরণন তুলুক
অপ্রাপ্তি হয়ে থেকে৷
এই যেমন –
একটা পাহাড় কেনার স্বপ্ন আছে আমার!
চান্নি পসর রাতে
রোজ নিয়ম করে জ্যোৎস্না বিলাসে
মগ্ন হওয়া আকাঙ্খায় জেগেছি বারবার!
বৃষ্টিতে ভিজতে চেয়েছি বহুবার।
মায়ের শেষ বকুনির পর বৃষ্টির মাঝে
আর উচ্ছ্বলতায় মাতিনি।
ধরো-
তুমি আসোনি বলেই সাহস করিনি
প্রকৃতির জলে একাকার হতে।
এমন সময় একটা হাত ধরতে হবেতো,
তাই না বলো?
অথচ লোনাজলের বৃষ্টিতে কতবার
ভিজে একাকার হয়ে ডুবেছি ;
সে খোঁজ রেখেছে ঐ আকাশ।
এখন যেমন বুঝে গেছি
তোমার হাত ধরে বৃষ্টিতে ভেজা হবে না
আমার এক জীবনে!
পাহাড়ের কোলে বর্ষায় জল যখন
সবুজ পাতাগুলোকে তারুণ্যে ঝলমলিয়ে তুলে!
প্রাণে যে সজীবতার দোলা দেয়
জলে চিকচিক করা পত্রপল্লব!
সে দৃশ্য তোমার পাশে বসে দেখা হবে না ।
আমার কখনও একটা পাহাড় কেনা হবে না।
তোমার বুকের পাশে মাথা এলিয়ে
অন্ধকার পাহাড়ের নিঃস্তব্ধতাকে
অনুভব করা হবে না কখনও আর।
অথচ এইসব হাবিজাবি মুঠো মুঠো স্বপ্ন বুকে নিয়ে জীবনের পথ চলি।
হাবিজাবি স্বপ্ন কদাচিত পূরণ হয় মানুষের।
স্বপ্নের নাগাল পেলেই মানুষ বুঝি অন্য মানুষ হয়?
তারচেয়ে বরং স্বপ্নগুলো দূরে দূরে থাকুক।
মর্ত্যের কলুষতায় কলঙ্কিত না হোক হৃদয়ের পবিত্র আকুতি।
আকাঙ্খা বেঁচে থাকুক,
স্বপ্ন জেগে থাকুক,
আবেগে ডুবে আবার ভাসা হোক।
জীবন এগিয়ে চলুক একটা পাহাড়
নিজের করে পাওয়ার স্বপ্ন নিয়ে।
ধরে নিলাম তুমি থাকবে তখন।
ধরে নিতেইতো পারি,নাকি?
কত কিছু ধরে নিয়ে
গণিতের কত সমস্যা সমাধান করেছি না!
বলো?

সাদাকালো জীবনে সীমা
পার হোক রঙিন স্বপ্নের বিভোরতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *