সময়
ওয়াহিদ রহমান
সময় মানে না পরাজয়
থামে না, ঘামে না কখনো
তার ক্যামেরা সতত সচল
তবুও এসব দশা অতিক্রম করে প্রেম
অমরত্বের সরাব পান করে মত্ত থাকে
মহানন্দের মিলন খেলায়
জমিয়ে বাজার পার হয়ে যায় স্রোতের উজান।
আমি তাই গান গাই অমর প্রেমের
মিলনানন্দের
সময়কে রেখে দেই বন্দিশালায়।