গান্ধর্ব-বিয়ে
সৈয়দ মাজহারুল পারভেজ
ভালোবেসে বিয়ে করেছিল ওরা দুজন-
সে বিয়েতে কোন সানাই বাজেনি।
শাক বাজাতে কোনো টোল-পড়া
সুন্দরী রমনীর গাল ফুলে ওঠেনি,
ধান-দুব্বো দিয়ে বরণ করেনি মাসি-পিসির দল।
জঙ্গলঘেরা এক পোড়ো মন্দিরে
মা কালীকে সাক্ষী রেখে
বেলী ফুলের মালা বদল করে
ওদের বিয়ে হয়েছিল।
বনের যত পশু-পাখি ছিল ওদের বিয়ের মেহমান
তারাই শাক বাজিয়েছিল,
উলুও দিয়েছিল তারাই।
এ গাছ সে গাছ থেকে কিছু বুনো ফুল এনে
একটা বরণডালাও তারা সাজিয়েছিল।
সে বিয়ের বরযাত্রী ছিল তারা, কন্যাযাত্রীও-
জঙ্গলঘেরা এক পোড়ো মন্দিরে
ওদের বিয়ে হয়েছিল