শব্দ
অনুরাধা চৌধুরী
শব্দ থেকে যদি ফিরি কাহিনিতে
কথা থেকে ফেরা হল কবিতায়….
চাইলেই তোমাকে দিতে পারি
কামনা বিহীন স্পর্শহীন সুখ।
হালকা ডানার কোনো প্রজাপতি যদি
ফুলের মধু পান ক’রে, উড়ে বসে
আরেকটা ফুলের ওপর, তখন
এর নাম জীবন্ত ভালোবাসা।
একঝাঁক মেঘ থেকে তুমুল বৃষ্টি নামে
আকাশ ছেয়ে যায় বাদল মেঘে,
জানি এর নাম বৃষ্টির ভালোবাসা।
নদীর দু’কূল প্লাবনে ভেসে যদি যায়!
দুই তীরে সোনালী ফসলের ডাক
নিশ্চিত এর নাম মাটির ভালোবাসা।
ঝঞ্ঝা কবলিত বৃক্ষেরা ভেঙে পড়ে,
জীবন নতুন উদ্যমে আবার…
এর নাম দিও প্রাণের ভালোবাসা।
ছোট এক মাটির কুটিরের
পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত নদী
দুটি শিশু খেলা করে মাটি নিয়ে
শূন্য কলস নিয়ে নদী থেকে জল এনে
বধূটি ফিরে আসে কুটিরে,
তখন প্রশান্তিতে ভরা ছোট্ট কুটির,
আর সেখানেই যদি কোনো পুরুষ
মাঠে ঘাটে হাল চাষ করে, ঘর্মাক্ত কলেবর
জেনো এর নাম আমার ভালোবাসা।