বিস্মরণের গান
প্রভঞ্জন ঘোষ
একটু রোশো
দীপগুলোকে কোরোনাকো
নিঝুম এলোমেলো,
ভালো অতি
ধারেকাছে যতই কালো ঢালো।
একটি কদম্ – দুইটি কদম্
দু’দশ কদম্ ফেলে
উত্তরনের ধাপ এঁকে দাও
নিকষ পাহাড়তলে।
উদ্গত ঝলমলো
উৎসারিত আলো
স্বর্গ বুঝি অত্তোদূরে
উদ্ভাসিত হলো!
মাটির প্রদ্বীপ দেওয়ালমূলে
হে আলোকের নাথ
তেল পোড়ে চড়চড়ে,
আজকে উদাস
তাইরে উদাস
তাই মনে তার পড়ে।