তাদের কি যে হয়েছিল
পলটু বাসার (শেরে বাংলা নগর, ঢাকা )
আলোরা হাঁটছিল রাস্তা ধরে
সারবদ্ধ ছিল না যদিও
তবু একটা শৃংখলা মেনে ছিল
কত পথ, কত চড়াই-উৎরাই
ইতিহাস ছিল স্কন্ধে
হঠাৎ বেসামাল, রাস্তা ছেড়ে ফুটপাত
এরপর নর্দমা
ওদের গায়ে কাঁপন ধরেছিল যেন
ওরা কি মদ্যপ ছিল, কি সে পানীয়
সুবিধাবাদ, সাম্রাজ্যবাদ নাকি ফ্যাসিবাদ
আমি জানি না