দুঃখ তাড়ণ
দেবাশীষ মুখোপাধ্যায়
ঝরা মহুয়ায় যে মাতালপণা থাকে
তাতে একতারা আপনমনে সুর তোলে
তোমার হৃদয়ের লুকিয়ে থাকা সুরটা
বেড়িয়ে এসে ভোলামন পা দোলায়
ক্লান্তির যাপন তখন সর্বস্ব প্রেমিক এক
ভুলে যাওয়া নদীটা বুকের মধ্যে বয়
ভাসিয়ে নিতে চায় নিজেরই দুঃখগুলো
সব পেয়েছির বাউল মন নেচে চলে একা একা
নদীর জলে ভিজবে বলে উড়ে যাওয়া গাঙচিলের মতো