পদ্মলোচন
সুবোধ দে
মনের মানুষ বাস করে দ্বিদল পদ্মে, স্বরূপ দেখলে দেখে নিও অটল ঘর,
চিনে নেওয়ার দিশা দিয়েছেন পরম গুরু, খোঁজ নিও যোগাশ্রয়ে
চক্রের পদ্মদল স্পর্শ করে দ্বিদলে মিলিত হয় বাউলের কল্পনা,
মূল আধার থেকে ত্রিবেণীর বেণী মিলে গেলে আসন পাতা হয় —
উজান চলা অটল মানুষ ঠিক চিনে নেয়, দ্বিদলে তার জায়গা জানা।