কবিতাঃ অপূর্ব সাঁতার – খগেশ্বর দাস

অপূর্ব সাঁতার
খগেশ্বর দাস

অলক্ষ্যে যে ছুরি হাতে তার নাম আদি অন্ধকার
আমাকে বেরুতে হবে অন্তর্গত ফেরি
বহুকাল দ্বিধা দ্বন্দ্বে সিদ্ধান্তের দেরি
দূর থেকে শুরু এক অপূর্ব সাঁতার।

অনন্ত আঁধার কতবার পরবাস চিনিয়ে
দুর্বিষহ দিনের ছায়ার আস্ফালন
মুক্তির আকুল উপেক্ষা করেছে বিষধর ফণা
খোলামেলা করাতের দাঁত ।

আমাকে অলক্ষ্যে থেকে লক্ষ্য ছুঁতে হবে
ঘোড়ায় পরাতে হবে জিন
মুখোমুখি ঢেউ আস্ফালন তোলে সমুদ্র বাতাসে
যদি আসে পরাজয় একা একা অসহ্য যাপন ।

বিদুষক হতে চাইনি কখনও
পরিনি মুখোশ মিথ্যে পালক বিজ্ঞাপনের
শিখেছি শক্ত খুঁটির সতর্ক দীঘল আরোহণ
জলতল রপ্ত করা অপূর্ব সাঁতার নিমজ্জনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *