ভাসমান
পৃথ্বীশ দত্ত
কলমি লতার মত ভাসমান সেই প্রেম,
অতলের ক্লেদ থেকে নিরাপদ দূরত্বে
স্বচ্ছ জলের উপরে ভেসে ভেসে দেখে
গুপ্ত বাড়ির মেঝোবউটিও কলমি লতা,
সেও যেন বহুতলে ভেসে ভেসে ঘুরে
আকাশের গায়ে মাখে অশ্রুর সংকেত,
কেউ বা অন্দরে ভাসে কেউবা বাইরে
এই ভাসমানতাই তাকে প্রেমিকা করেছে ।