কবিতাঃ হে পাপ নিয়তি আমার – অজয় শীল

হে পাপ নিয়তি আমার
অজয় শীল

ছুঁয়ে দেখো হিম হয়ে আছি,
—বরফের মত!
একবার ছুঁয়েই ত দেখো!
বরফের মত নয়;জমা হিম মৃত্যুর মত ।
একটা আঙুল ছোঁও একবার,
একবার ছোঁও মনোভূমি!
তারপর চিবুকের তিল,
তারপর কাঠ-কুটো জ্বালো
শীর্ষবিন্দু, গিরিখাত,
তারপর জ্বালো বনভূমি।
তবুও জাগলো কিছু?
অপ্রত্যাশিত কোনও শব্দ ?
পূর্বশর্ত ছাড়া!
আমায় জ্বালিয়ে দাও নরকের তাপে,
শেষ হয়ে যেতে দাও!
নির্বিকল্প পাপে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *