সমান্তরাল খিদে
শর্মিলা ঘোষ
একটি বোষ্টুমী সন্ধে থেকে ঝরে যাচ্ছে চাঁদ মাখানো ব্যথা
সেতারে বোল তুলছে সদ্য প্রত্যাখ্যাত বেণীমাধব
কফি হাউসের বাইরে ভিতর সমান জমজমাট,
ভিড় থাকলেও ভেতরের শূন্যতা পৃথিবীর কেন্দ্র মন্ডল ছুঁয়ে থাকে
শহরের আনাচে কানাচে ফর্মায়েসি আনন্দ যাপন
শরৎ এলেই কাশের বন জুড়ে সমান্তরাল খিদে
আলোর মালায় সেজে উঠছে শহর গোপন অভিসারে চোখের তলায় কালি
সব অবকাশের কোলাজ তৈরি হয়ে আছে,শুধু সময় বড় ব্যস্ত এখন।