তুমি
চন্দ্রাণী গোস্বামী
দুবরাজপুরের পরিত্যক্ত স্টেশনমাস্টারের কোয়ার্টার
অস্তিত্বের জানান দিতে প্রত্যেক সূর্যাস্ত এসে দাঁড়াবে
কৃষ্ণচূড়ার গা ঘেঁষে এক কাঁটা বাবলার ঝোপ
যে তুমি দূরের হাইওয়ের দিকে চলে গেছ, থমথমে বিকেল তোমার প্রতীক্ষা করে
রোদ শুষে খাওয়া বালির মতো তকতকে পথ
তারাফুলেরা নক্ষত্রদের আলোর হাত থেকে পালিয়ে ঝরে যেতে পেরেছে
যেহেতু তুমি হাইওয়েতে, আলো পিছলে যাওয়া রাস্তায় ট্রাকের গভীর আর্তনাদ
ভয় হয় কী…!
কিন্তু তোমার তো ফেরার কোনো সম্ভাবনা নেই…