অন্তর্লীন
রাজেশ গঙ্গোপাধ্যায়
ধপধপে আলোয় ভেজা ছাপোষা রাস্তাও যেন মার্গ হয়ে ওঠে
সেই অভিমুখে গেলে পারিজাতও পেয়ে যেতে পারি শুনে,
অনায়াসে থেমে গেছি, মনে পাল তুলেছে তরণী, যাকে
প্রস্তাবক ভেবে চেলে দেওয়া দানের ভেতরে ছিল সুষুপ্তির মত সেই
হেরে যাওয়াখানি, তবু জিতেছি নিশ্চিত, এই বোধি অকুল জলধি
অবধি নিয়ে গেছে, দেখিয়েছে এভাবে সাঁতরে যেতে হয়, বরাভয়
ছুঁয়ে দেয় ছাত্রদশা, উড়ে যায় উচাটন লাস্ট ক্লাসের বিকেলপ্রিয়তা।
এ মুহূর্তদের আপোসে মৃত্যুকেও দূরে নিয়ে যাচ্ছে জীবন…