সচন্দন গন্ধপুষ্পে
সুরঙ্গমা ভট্টাচার্য
এস ঝুম রাত্রি উপুড় ঝুপুর
এস হোমানল বংশীধারী
এস রাগ মোচন কর রাই
এস সচন্দন গন্ধ পুষ্পে
সেই কবে পথ হারিয়েছিল নবকুমার
ঝাউ জঙ্গলের পথে
এখন সেটাই তাজপুর
সেটাই কপিলেশ্বর,কেলেঘাই
তুমি শরৎ আঁকার আগেই
এসেছে শরৎ হিম ছাড়া
অগ্নি দিশেহারা রক্তিম রাগে,শুধু
স্বাহা বা কপালকুন্ডলে একপ্রাণা
জ্যোতির্ময়ীরূপেন সংস্থিতা
যা দেবী সর্বভূতেষু