অবন্তীনগরের শ্রেষ্ঠা
চয়ন ভৌমিক
শান্ত দুপুরে বসে দেখি
শ্রমণেরা চলেছেন সাধন ক্ষেত্রে
দেখি আশ্চর্য নিভৃতির আলো
ঘিরে ধরে আমায় আরো।
উপাসনা গৃহে বসে, আমিও
প্রার্থনা সঙ্গীত গাই,
পাতলা পালকের মতো সেই সুর
হারিয়ে যায়, দূর দিগন্তের শূন্যে
আমি ফিরিয়ে আনি না সেই মন্ত্র
হারিয়ে যাই, যেতেই থাকি।