অজাত
মীরা মুখোপাধ্যায়
বুকের কাছেই নিয়ে শুয়ে থাকি রোজ
মাঝে মাঝে ছুঁই,দিই হাতের পাতার
সবটুকু শুশ্রূষা…. মানিক আমার !
এ ঘর ও ঘর ঘুরি, কে পাঠাবে খোঁজ !
তুই নেই….তুই আছিস, ক্লান্ত আঁচল
বাতাস স্পর্শ করে, ভাবি তোর ছল
রুখু চুল উড়ে এসে ঢাকে তোর চোখ
মুখ মুছে দিতে যাই ,ধোঁয়াটে দুপুর
তুই নেই, তবু বাজে পাতার নূপুর…
যেখানে যা অকথিত, তা আমার শোক,
আমার হেমন্ত শেষ, বিষন্ন আঁধার ……
অলীক আলোয় খুঁজি, মানিক আমার !