অরিন্দম মুখোপাধ্যায়ের দুটি কবিতা
১
শব্দের ভিতরে শুয়ে থাকি, চেতনারহিত
বয়ে যায় জল, জল-শব্দে বয়ে যায় নদী
একপা ভাঁজ করে দাঁড়িয়ে থাকা সুঠাম গোড়ালি
সকল প্রবাহে যার অস্ত-বর্ণ ডোবে,
ডুবে যায় ক্লান্ত দুটি পরিযায়ী আঁখি
কবির কি আছে বলো অক্ষরঋণের উত্তাপ ছাড়া
জড়তা জড়িয়ে আর কুয়াশা মেখে গায়ে শুয়ে আছি,
বেদনারহিত জলে মেঘে ছুঁয়ে গেছে আঙুলের নখ,
জাগে নাভিমূল এই নিভৃত কর্ষণ-কালে কিঞ্চিৎ
জ্যোৎস্না বলো জ্যোৎস্না লেখো – শব্দ দাও, অগ্নিসম্ভব৷
২
এখন রেখে দিতেই পারো
তবে যে কণ্ঠস্বর আমি শুনিনি বহুদিন
আজ তাকেই ফের শুনতে চেয়েছি দূরভাষে
যে আবেগ পাওয়ার ছিল তাও এক শব্দে পাওয়া হয়ে গেছে
#
যে রূপ আমার কাছে আজ ফিকে প্রায়
তবু কণ্ঠস্বরে ফুটে ওঠে ছবি
শূন্য বেবাক দুটো চোখ তবে কার পানে চায়?