গোপন বৈভব
কাজল রায়
শোকার্ত তৃষ্ণা এলে
পোষাকহীন হয়ে দিঘির জলে দীর্ঘ অবগাহন করি
নিজেকে পরিবর্তনের এমন সুযোগ হাতছাড়া করি না
পোষাক তো সবাই পরে
পোষাকের নিচে হৃদয়টাকে নিয়েই আজ কাহিল
কী করে যে রাখি
কী করে যে ডুব দিয়ে ফেলে আসি
এযাবত সমস্ত ঋণ
স্নিগ্ধ দিঘির জল সব কথা বুকে নিয়ে তিরিতিরি কাঁপে
ডুবে যাওয়ার সময় চাঁদ একা চিহ্ন রেখে যায়
নীলাভ আঁধার রাতের গোপন বৈভবে