বৃত্তের বাইরে
দয়াময় পোদ্দার
একটি বৃত্তের দিকে সব আলোমুখ
কেউ সেই বৃত্তকে ঘিরে বসে আছে, কেউ দাঁড়িয়ে।
মাইক্রোফোন দখলকারী- তার নখে হলদেটে লোভ
তাই ঝুঁকে থাকে,
এই অভিনয় সকলে পারেনা!
ঝুঁকতে ঝুঁকতে এখন আর
উঠে দাঁড়াতে পারেনা কেউ- যারা দাঁড়িয়ে আছে
যারা বসে আছে। ওইতো সাদা জামা ঝুঁকে গেল।
এদেরও এক একটি বৃত্ত আছে
মোসাহেবি করার পুরস্কার ; ভয়ে ভয়ে থাকে-
যে কোন সময় তাদের বৃত্তটি কাটারি কল
হয়ে যেতে পারে।
আমি এক যৎসামান্য কবি। আমার কোন বৃত্ত নেই।
মঞ্চের ত্রিসীমা ছাড়িয়ে বহুদূরে দাঁড়িয়ে দেখি-
এই চাটুকার পালা। অভিনয় শিখিনি বলেই ভয় করে-
আমি একটি হরিণ শিশু পুষি, তাকে চরবার জন্য
চরাচর ব্যাপী সবুজ অরণ্য যেন থাকে!